Ek Opremiker Jonyo Poem Lyrics (এক অপ্রেমিকের জন্য) Taslima Nasrin
Mar 15, 2021
Ek Opremiker Jonyo Poem Lyrics In Bengali
এই শহরে তুমি বাস করবে
কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক,
কোথাও আড্ডা দেবে অবসরে
মদ খাবে, তুমুল হইচই করবে,
রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না।
ফাঁক পেলে কোন কোন সন্ধ্যে
এ বাড়ি ও বাড়ি খেতে যাবে, খেলতে যাবে
কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারোর শাড়ি
আমার আঙিনা পেরিয়েই কোন বাড়িতে হয়তো।
এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে
হাতের নাগালেই থাকবে,
হয়তো কখনও জানিয়েই দেবে আমাকে…See more